close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

টিপু হত্যার চাঞ্চল্যকর কাহিনি: চাচার খুনের প্রতিশোধেই মাথায় গুলি করে হত্যা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রায় এক দশক আগের হত্যাকাণ্ডের প্রতিশোধে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করা হয়েছে। ১০ জানুয়ারি রাতে সৈকতের সীগাল পয়েন্ট
প্রায় এক দশক আগের হত্যাকাণ্ডের প্রতিশোধে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করা হয়েছে। ১০ জানুয়ারি রাতে সৈকতের সীগাল পয়েন্ট ঝাউবন সংলগ্ন এলাকায় ঘটে এ নির্মম ঘটনা। পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হাজী শহীদুল ইসলামের হত্যার প্রতিশোধ নেওয়া। গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি কক্সবাজার জেলা পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, ঘটনার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঋতু (২৪), শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭), এবং গোলাম রসুল (২৫)। হত্যাকাণ্ডের সময় পাপ্পু টিপুর মাথায় গুলি করেন এবং টোপ হিসেবে ব্যবহার করা হয় ঋতুকে। উদ্ধারকৃত আলামত তদন্তের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের একটি হোটেলের রুম থেকে মেড ইন ইউএসএ লেখা পিস্তল, চারটি তাজা কার্তুজ, একটি ম্যাগজিন এবং কালো রঙের ব্যাগ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ ও পরিকল্পিত হত্যা টিপুর পরিবার জানায়, পূর্বের চরমপন্থী নেতা হত্যায় টিপুসহ কয়েকজনকে আসামি করা হয়েছিল। সেই মামলার অন্য আসামিরা আগেই খুন হন। টিপুও একই ষড়যন্ত্রের শিকার বলে দাবি পরিবারের। অভিযুক্তদের ভবিষ্যৎ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এ ঘটনায় আরও তদন্ত চলছে। এই নির্মম হত্যাকাণ্ড কক্সবাজারে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিশোধের ভয়ংকর চিত্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি প্রশ্ন তুলছে।
Inga kommentarer hittades