close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তিন নেতার পদ স্থগিত: ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় সিদ্ধান্ত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
স্থগিত হওয়া নেতারা হলেন, মোঃ শাহাদাৎ হোসেন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল। মোঃ হামিদুর রহমান শ্যামল, সাংগঠনিক সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল। জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক, ভাল..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের তিন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় বর্ধিত সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে বলে এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থগিত হওয়া নেতারা হলেন, মোঃ শাহাদাৎ হোসেন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল। মোঃ হামিদুর রহমান শ্যামল, সাংগঠনিক সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল। জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক, ভালুকা পৌর শ্রমিক দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতে এবং ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলের সভাপতিমণ্ডলীর সুপারিশক্রমে তাদের স্ব-স্ব পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এই আদেশটি আজ, ২৪ মে ২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আদেশটি স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক মোঃ রফিদুল ইসলাম মোহন।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে ভবিষ্যতেও এমন কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না তারা।

উল্লেখ্য, শ্রমিক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে নেতাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments found