তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্বে বিপক্ষে নান্নু

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
তিন বছর পর আবারো বাংলাদেশ ক্রিকেট ফিরছে তিন ফরম্যাটের তিন অধিনায়কের তত্ত্বে। কেউ এটি ভালো দিক বলছেন, কেউ ই বা বলছেন এটি খারাপ দিক বাংলাদেশ ক্রিকেটের জন্য।..

তিন ফরম্যাটে তিন অধিনায়ক, এই প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু বলেন, তিন ফরম্যাটে ২ জন অধিনায়ক হলে ভালো হতো। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, '৩ ফরম্যাটে ৩ অধিনায়ক বোর্ডের সিদ্ধান্ত। আগে থেকে শান্ত টেস্ট আর ওয়ানডের অধিনায়ক ছিল৷ দুটো অধিনায়ক হতে পারত....তারপরও ওরা যেটা ভালো মনে করেছে। কারণ সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে।'

তিনি আরো যোগ করেন, 'সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে এক বছর পরেই, তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে... ঠিক পরিকল্পনা করেই আগাচ্ছে যে কী করা যায়। কারণ এখন সবচেয়ে জরুরি সামনের ৩ মাসের পারফরম্যান্স। দলকে সামঞ্জস্য অবস্থায় রাখতে পারলে ভালো কিছু একটা চিন্তা করা যেতে পারে। অধিনায়ক বদল বা খেলোয়াড় বদল নয়, পারফরম্যান্সটাই সবচেয়ে জরুরি।'

এদিকে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নান্নু আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখনই শ্রীলঙ্কাকে তাদের মাটিতে টেস্ট হারিয়ে দেব। একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলা যেত, খেলোয়াড়দের অবস্থা যদি বোঝা যেত.... তাহলে বলা যেত খেলোয়াড়রা এখন মাঠে নামার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী; এখানে অনুশীলন করে ওদের ঘরের মাঠে খেলা অনেক কঠিন। তবে খেলোয়াড়দের সক্ষমতা আছ, যদি ওরা দুটো দিন ভালো খেলে তবে ভালো ফলাফল আসতে পারে।

তিনি আরো যোগ করেন, আমার প্রত্যাশা এই সিরিজ থেকে ভালো কিছু শুরু করুক বাংলাদেশ। কারণ এই সিরিজটার আগে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশ দলকে নিয়ে। সেই জায়গা থেকে ক্রিকেটাররা নিজেদের সেরা পারফরম্যান্সটা দেবে এবং সেটা আমাদের ক্রিকেটকে আবারও একটা ভালো অবস্থান তৈরি করে দিবে।'

Ingen kommentarer fundet


News Card Generator