তাদের বাসা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে দক্ষিণ তিলাই এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা জানায় প্রথমে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয় হয় তাদের। আস্তে আস্তে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুইজন মেয়ের দুইজন ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয়। ছেলেদের মধ্যে একজনের বাসা দক্ষিণ টাপুর চর এলাকায় ও আর একজনের বাসা ঢাকা জেলায়। ঢাকা জেলার ছেলেটি পালিয়েছে। বর্তমানে ওই দুই মেয়ে ও এক ছেলেকে তারা রৌমারী থানা পুলিশ হেফাজতে রয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
টিকটক এ প্রেম! প্রেমের টানে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রৌমারীতে ২ তরুণী।..


Ingen kommentarer fundet