শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের বাচোর (মাস্তানি টাউন) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপন্যা রাণী ওই গ্রামের শ্রীকান্ত ওরফে ডংকই রায়ের একমাত্র মেয়ে।
বাচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বৈদ্যুতিক শক লেগে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনার দিন বিকেলে অপন্যা রাণীর বাবা মা তাকে বাড়িতে রেখে বিয়ের দাওয়াত খেতে বিয়ে বাড়িতে যায়। বাড়িতে একা থাকা অবস্থায় পাশের বাড়ির আরেক শিশু সহ টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে যায় অপন্যা। পরে বৈদ্যুতিক শক খেয়ে একপর্যায়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে পাশে থাকা শিশুটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অপন্যাকে উদ্ধার করে মৃত দেখতে পায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার্য করার অনুমতি দেয়া হয়েছে।



















