close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির নামে সুদের ব্যবসা ও মাদকের কারবার, পিস্তলসহ যুবক আটক..

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ফাঁকা স্টাম্প, ৪৭০ ইয়াবা, বিদেশি মুদ্রা, চাইনিজ কুড়াল ও পিস্তলসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।..

 

 

 

১৩ জুন শনিবার ভোরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। 

 

আটক ব্যক্তি আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি নামের স্থানীয় একটি প্রতিষ্ঠানের পরিচালক। তিনি মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ বাজারে দীর্ঘ দিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির নামে মাদক ও সুদের ব্যবসা করে আসছিল এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে আসে। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সমবায় সমিতি ঘেরাও করা হয় এবং একজনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে তল্লাশি করে স্বাক্ষর যুক্ত ৬০০টি ফাঁকা স্টাম্প, ৪৭০ ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন মুদ্রা, ৬টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে সেনাবাহিনী। জব্দকৃত ইয়াবার মূল্য ২ লাখ টাকা বলে জানা যায়। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, সমিতির আড়ালে তারা মাদক কারবারি করে এবং টাকা দেওয়ার নামে অনেক অসহায় মানুষের কাছে থেকে ব্লাংক স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। কেউ যদি নিয়মিত সুদ দিতে না পারে পিস্তল দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয়। আর বাইরের মানুষ যাতে তাদের কার্যক্রম বুঝতে না পারে সে জন্য বাজারের প্রত্যেকটি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে বাজারে কি হচ্ছিল তা অফিসে বসে নিয়ন্ত্রণ করত। 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, ‘ভোর ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্প শিবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক, পিস্তল ও নগদ বিদেশি মুদ্রাসহ প্রতিষ্ঠানের পরিচালক মো. মুকুলকে আটক করা হয়। সেনাবাহিনী আইনি প্রক্রিয়া গ্রহণে আটক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্র

হণ করব।’

No comments found


News Card Generator