বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে বাসস্ট্যান্ড গোল চত্বরে সেনাবাহিনী ও পুলিশের চেকপোষ্টে ঢাকাগামী যাত্রীবাহীকে বাসগুলোতে অভিযান চলাকালে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ দুই পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ  জানায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ভিআইপি পরিহনের একটি কোচকে ঠাকুরগাঁও জেলা বাস টার্মিনালের সামনে আটক করে সেনাবাহিনী। এসময় যাত্রীরা অতিরিক্ত ভাড়া ও তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন। পরিবহন কর্তৃপক্ষের দেওয়া টিকিটের গায়ে লেখা আছে পঞ্চগড় থেকে ঢাকার ভাড়া ২ হাজার টাকা আর অথচ যাত্রীদের কাছে নেয়া হয়েছে ২৫শত থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ভাড়ার গরমিল থাকায় ভিআইপি পরিহনকে যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায়ে একটি মামলা এবং ৬ হাজার টাকা জরিমানা করে পুলিশ।
অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা বনশাই পরিবহনের একটি কোচকে আটক করে সেনাবাহিনী। পরিবহনটির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না একটি মামলা ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। এসি গাড়ির ভাড়া  ২ হাজার টাকা অথচ আমাদের কাছ থকে নিচ্ছে ৩ হাজার তাকা করে। শুধু ভিআইপি বা বনশাই নয়। হানিফ, নাবিল, শ্যামলীসহ অন্যান্য বাসগুলোতেও অভিযান চালানো উচিৎ। তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়, প্রতিবাদ করলে করলেই বলে গেলে যান আর না গেলে নাই। এক প্রকাশ আমরা যাত্রীরা তাদের কাছে জিম্মি।
ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট আহমেদ বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের অভিযান শুধু মোটরসাইকেল নয়, যাত্রীবাহী বাসগুলোও অভিযান করছি। এরমধ্যে যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভিআইপি পরিবহন ও বনশাই পরিবহনের বিরুদ্ধে মামলা করেছি এবং জরিমানা করা হয়েছে। 
  
    close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			