রোববার (৪ মে) বিকেলে জেলা শহরের সেনুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত সুপ্রিয় জুটমিলে এ ড়অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিলটির দায়িত্বরত কর্মকর্তা ও শ্রমিকরা জানান, আগুনের সূত্রপাত জেনারেটর কক্ষ থেকে । সেখানে কয়েকটি উৎপাদিত মেশিন রয়েছে। পাশেই পাট ও পাঠের তৈরি পণ্যও ছিল। হয়তোবা শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।
আগুনের লাগার সাথে সাথে শ্রমিকরা দেখতে পায় অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে প্রথমে একটি ইউনিট পরবর্তীতে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করতে দেখা গেছে। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে একটু বিলম্ব হয়। তবে ঘন্টাখানিক সময়ের মধ্যেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে।
জুট মিলটিতে আগুন লাগার ঘটনাকে ভিন্ন ভাবে দেখছেন স্থানীয়রা, স্থানীয়দের অভিযোগ, এই জুট মিলটিতে এক বছর দু বছর পর পরই আগুন লাগে। এখনো পর্যন্ত কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। কারণ হিসেবে জানতে চাইলে তারা জানান। কয়েক কোটি টাকা সরকারের কাছে ঋণ নিয়েছে মিল কর্তৃপক্ষ। আর তা শুধু আসলে মওকুফের জন্যই এমন অগ্নিকাণ্ডের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকে। সে কারণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যেন সঠিক তদন্ত করেন এমনটাই দাবি তাদের।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণও।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
コメントがありません