টেন্ডুলকারের থেকে কঠিন কোহলিকে বোলিং করা ; জেমস অ্যান্ডারসন..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
দুই প্রজন্ম - দুই মহাতারকা, দীর্ঘ ক্যারিয়ারে দুই প্রজন্মের সর্বকালের সেরা দুই ব্যাটারদের বিপক্ষে বল করার অভিজ্ঞতা আছে ইংলিশ তারকা জেমস অ্যান্ডারসনের।..

টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড আছে শচীন টেন্ডুলকায়ারের। পরের স্থানেই নাম ইংলিশ এই ফাস্ট বোলারের। নতুন মোড়কে সম্প্রতি ভারত ইংল্যান্ড সিরিজের নাম ও পাল্টানো হয়েছে৷ পাতৌদি ট্রফি নামে পরিচিত এই ট্রফির নাম বদলে করা হয়েছে অ্যান্ডারসন - টেন্ডুলকার ট্রফি। 

টেন্ডুলকাররা যখন তাদের ক্যারিয়ারে দারুণ ফর্মে তখন অভিষেক হয় এক টগবগে তরুণের। সেই শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারাদের প্রজন্ম থেকে শুরু করে বিরাট কোহলি-স্টিভ স্মিথদের যুগেও দাপটের সঙ্গে খেলেছেন তিনি। এদের মধ্যে কার বিপক্ষে বল করাটা সবচেয়ে কঠিন মনে হয়েছে তার কাছে?

এক পডকাস্টে এমন এক প্রশ্নের মুখোমুখি হন এই ইংলিশ পেসার। টকস্পোর্ট পডকাস্টে এই কিংবদন্তী বলেন, শচীন টেন্ডুলকারের চেয়েও বিরাট কোহলিকে বল করা কঠিন মনে হয়েছে।'

অ্যান্ডারসনের এই বক্তব্য, দুইজনের রেকর্ড দেখলেই বুঝা যায়। ৩৬ ইনিংসে অ্যান্ডারসনের বিপক্ষে ৪৩.৫৭ গড়ে ৩০৫ রান করেছেন কোহলি। ইংলিশ ফাস্ট বোলারের বলে সবমিলিয়ে সাতবার আউট হয়েছেন ভারতের এই কিংবদন্তি। 

টেস্ট ক্রিকেটকে ইতিমধ্যে বিদায় জানিয়েছে বিরাট কোহলি৷ কোহলি ১২২ টেস্টে ৯,২৩০ রান করেছেন। ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিলো বিরাটের সামনে। বিদায়ের সময়কাল নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্ক থাকলেও অ্যান্ডারসন কোহলির অবদানের কথা মাথায় রেখে তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। 

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টটি হেডিংলি'তে আগামী ২০ জুন শুরু হবে। এর আগে এই পডকাস্টে নিজের নামে নামাঙ্কৃত সিরিজের নানাদিক নিয়ে কথা বলেছেন অ্যান্ডারসন।

No comments found