কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে (৫২) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।
গতকাল রোববার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলা পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।
তিনি আরও বলেন, ‘টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা আছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet



















