close

লাইক দিন পয়েন্ট জিতুন!

টেকনাফে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ-গুলিবর্ষণ, আহত প্রায় সাত!..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে  এক ব্যক্তির আটককে কেন্দ্র করে বিজিবির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাকে ছাড়িয়ে নিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও বিজিবিদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন স্থানীয়রা। বিপরীতে গুলি ছুড়ে বিজিবি। এ ঘটনায় প্রায় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

গতকাল সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের টেকনাফে এ ঘটনা ঘটে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে টেকনাফের হ্নীলা বিওপি’র টহলদল একটি বিশেষ অভিযানে অংশ নেয়। সে সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি বিজিবির অভিযানে বাধা দেয় এবং অবৈধ জনতা জমায়েত করে দেশীয় অস্ত্রসহ বিজিবির ওপর হামলা চালায়।

তবে স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার সময় জাহাঙ্গীর ও কয়েকজন জেলের সঙ্গে বিজিবির হাতাহাতি হয়। এই ঘটনায় গত ২৮ মে বিজিবির পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সোমবার ৯ জুন বিকেলে খারাংখালী বিওপি’র অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল জাহাঙ্গীর আলমকে তার নিজ এলাকা হ্নীলা ইউনিয়ন থেকে আটক করে এবং জাহাঙ্গীরকে আটককে কেন্দ্র করেই বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

টেকনাফ মৌলভীবাজার এলাকার এক বাসিন্দা বলেন, ‘জাহাঙ্গীরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাকে আটক করায় আমরা প্রতিবাদ করি। তাতে ক্ষিপ্ত হয়ে বিজিবি আমাদের ওপর গুলি চলায়। আমরা এর সুষ্ঠ বিচার চাই।’

এব্যপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী এক গণমাধ্যমকে বলেন, ‘এক জেলেকে আটক নিয়ে স্থানীয় ও বিজিবির সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রায় ৭ জন আহত হয়েছেন। তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’




















Nessun commento trovato