close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

টেকনাফ-উখিয়ার পাহাড়ে অপহরণের রাজত্ব: দেড় বছরে ২০০’র বেশি অপহরণ, মুক্তিপণ আদায় আড়াই কোটি!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ ও উখিয়ার পাহাড়ি অঞ্চলগুলো এখন অপহরণ ও মুক্তিপণ আদায়ের নিরাপদ আস্তানা। দেড় বছরের ব্যবধানে দুই শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছেন।
কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ ও উখিয়ার পাহাড়ি অঞ্চলগুলো এখন অপহরণ ও মুক্তিপণ আদায়ের নিরাপদ আস্তানা। দেড় বছরের ব্যবধানে দুই শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছেন। সন্ত্রাসীরা এসময় প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ আদায় করেছে। শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর অপহরণ কার্যক্রম যেন মহামারির রূপ নিয়েছে। পাহাড়ের পাদদেশে কাজ করা শ্রমিক, ফসলি জমিতে থাকা কৃষক, খেলারত শিশু এমনকি মসজিদগামী স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ—কারও নিরাপত্তা নেই। দাবিকৃত মুক্তিপণ দিতে ব্যর্থ হলে অপহৃতদের মালয়েশিয়ায় পাচারকারীদের কাছে বিক্রি করা হচ্ছে। সর্বশেষ ঘটনা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। ৭ জানুয়ারি, মুহাম্মদ আরাকান (৭) নামে এক শিশু খেলার সময় অপহৃত হয়। এক সপ্তাহ পর, ১৫ জানুয়ারি, ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে বাবার কাছে মুক্তিপণ দাবি করে ভিডিও পাঠিয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলার চরম অবনতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এ অপহরণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে এমন ভয়ংকর কর্মকাণ্ডের স্থায়ী সমাধান এখনো অমিল। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের একটাই দাবি—এই ভয়াবহ অপহরণ চক্রের শিকড় যেন দ্রুত উপড়ে ফেলা হয়।
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator