close

লাইক দিন পয়েন্ট জিতুন!

টেবিলে দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Controversial Islamic speaker Mufti Amir Hamza faces criticism for addressing an election rally while standing on a table.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার কর্মকাণ্ডে বিতর্ক দানা বাঁধছে। জনপ্রিয় ইসলামি বক্তা হিসেবে পরিচিত হলেও, এবার তার নির্বাচনী সভার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আয়োজিত সভায় টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যায়, মুফতি আমির হামজা একটি সাধারণ টেবিলে উঠে দাঁড়িয়ে শ্রোতাদের উদ্দেশে কথা বলছেন। অথচ সেই টেবিলের ঠিক পাশেই একাধিক চেয়ারে বসে আছেন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি। এই দৃশ্যটি দেখে সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা শিষ্টাচার এবং সভার আনুষ্ঠানিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের মতে, ছোট পরিসরের সভা হলেও একজন সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া কোনোভাবেই শোভনীয় নয়। এটি সভার গুরুত্ব এবং উপস্থিত শ্রোতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে ব্যর্থতার ইঙ্গিত দেয়।

অনেকেই মন্তব্য করেছেন, একজন বক্তা ও প্রার্থীর উচিত ছিল কমপক্ষে একটি অস্থায়ী মঞ্চ কিংবা উঁচু স্থান ব্যবহার করা। তা না হলে উপস্থিত শ্রোতা এবং পাশে চেয়ারে বসা ব্যক্তিদের তুলনায় নিজেকে এভাবে উঁচুতে স্থাপন করা এক ধরনের ‘আচরণগত ত্রুটি’। এ ঘটনা জামায়াতে ইসলামীর প্রার্থীর সামগ্রিক নির্বাচনী প্রচারাভিযানে একটি নতুন বিতর্ক যুক্ত করল।

এই বিতর্কের বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তখন অন্য একটি মঞ্চে রয়েছেন বলে জানান। তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলার আশ্বাস দিলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। টেবিলের উপর দাঁড়িয়ে দেওয়া তার এই বক্তব্য এবং তার চারপাশের দৃশ্যের ভিডিওটি এখন বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Nessun commento trovato


News Card Generator