বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি ট্রাংক রোড, পুরাতন জেল রোড, কলেজ রোড ও মিজান রোড প্রদক্ষিণ করে আবার সালাম কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জেড আই কামাল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন সহ-সভাপতি সাইদুল করিম, জাহেদুল ইসলাম শিমুল, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক খুরশিদ রহমান সূর্য, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ পিন্টু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান স্বপন, সদর উপজেলা, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা উপজেলার নেতৃবৃন্দ।
নেতারা তাদের বক্তব্যে সরকারকে হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ..
Nenhum comentário encontrado



















