সুনামগঞ্জ জেলার টাংগুয়ার হাওরের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে রুই, কার্পো এবং মিরকা মাছের পোনা অবমুক্ত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন।
হাওরে মাছের উৎপাদন কমেছে। এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। অতীতের মাছের সোনালী দিন ফিরিয়ে আনতে চাইলে হাওরে বৃহত্তর পরিসরে মাছের পোনা অবমুক্ত করণ একটি ভালো মাধ্যম হতে পারে। এর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ প্রয়োজন।
ছাত্রদল নেতা মো: নিজাম উদ্দিন হাওরে মাছের উৎপাদন বৃদ্ধিতে সামাজিক এবং রাজনৈতিক সংগঠন গুলোকে পোনা অবমুক্ত করণ কর্মসূচীর মতো কর্মসূচি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত কর্মসূচি বাস্তবায়নে মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			