রিপোর্টার: রিমন হোসেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন মির্জাপুর পৌরসভার পোস্টকামুরী খালপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়।
এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে গত ৩ জানুয়ারি সকালে মির্জাপুর পৌরসদরের ভাড়া বাসা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছিল।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, ওই একই দিনে (৪ আগস্ট) গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে উপজেলার ভানুয়াবহ গ্রামের হাছান আলীর ছেলে সুজন মিয়াও আহত হন। ঘটনার প্রায় ১৭ মাস পর গত ১ জানুয়ারি সুজন মিয়া টাঙ্গাইল আদালতে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আবুল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে পুনরায় টাঙ্গাইল জেলগেট থেকে গ্রেফতার দেখানো হয়েছে।



















