ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: টানা বৃষ্টির কারণে ভালুকা বাসস্ট্যান্ডে দেখা দিয়েছে অটোরিকশা সংকট। বিশেষ করে কর্মঘণ্টা শেষে ঘরে ফেরা মানুষের জন্য পরিস্থিতি হয়ে পড়েছে দুর্বিষহ। ভালুকা-গফরগাঁও সড়কজুড়ে শত শত যাত্রী দাঁড়িয়ে থাকলেও মিলছে না পর্যাপ্ত অটোরিকশা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাসস্ট্যান্ডে নারী-পুরুষ, দিনমজুর, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন বাহনের জন্য। তবে পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকেই অসহায় হয়ে পড়েছেন।
একজন যাত্রী ক্ষোভের সাথে বলেন, “আমি ফায়ার সার্ভিস পর্যন্ত যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু একটা গাড়িও পাচ্ছি না। ভিজে গেছি, খুব কষ্ট হচ্ছে।”
অন্যদিকে, চালকরাও তাদের অসুবিধার কথা তুলে ধরেছেন। এক অটোচালক জানান,“এই বৃষ্টিতে রাস্তায় বের হওয়া খুবই কষ্টকর। কখন থেমে যায়, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এতে করে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই অনেকে বের হচ্ছেন না।”
স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বর্ষাকালে এমন সংকট প্রায়ই দেখা যায়, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।
ভুক্তভোগীরা আশা করছেন, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন মালিকরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।