close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তালায় বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধে উদ্যোগ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
বিশ্ব পরিবেশ দিবসে তালায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়' প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তালা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৫ জুন ২০২৫, সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। উন্নয়ন প্রচেষ্টা'র পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সমাজসেবা কর্মকতা মনোজ কান্তি রায় এবং তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান এবং প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামান। স্মার্ট প্রকল্পের আওতায় ৪টি পরিবেশ ক্লাবের সদস্যরা, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণকে একটি বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষভাবে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি শেখ মো. রাসেল বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

没有找到评论