শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার পাটকলেঘাটায় ৩দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়।
মেলা উপলক্ষ্যে রবিবার (২৫ মে) সকালে পাটকলেঘাটায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুদ্দীন।