প্রকাশ, তালায় মুক্তিযোদ্ধা আ.ক.ম সিরাজ উদ্দীন সরদারের আনিশা ক্লিনিকের সামনে থাকা ৪ টি পাকা দোকান ঘর ২৭ বছর পূর্বে তৈরী করা উক্ত দোকান ঘর তার পুত্র জাহিদুল ইসলাম ২ টি দোকান কসমেটিক্স মালামাল তুলে ব্যবসা করে আসছিল। অপর দুটি দোকানে বিউটি পার্লার ও আর্ট এর দোকান ছিল। গত ৫ ই আগস্ট সরকার পতনের দিনে সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার এর নেতৃত্বে উক্ত ৪ টি দোকান ঘর ভাংচুর করে নিশ্চিহ্ন করে দেয়। দোকনে থাকা মালামাল সহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল ফারুক জোয়াদ্দারের নেতৃত্বে লুট করে নেয়। ৪ টি দোকানের পাকা ভিতের উপর পুনরায় আলমত ধ্বংস করতে সিমেন্ট ঢালাই করে দেয় ফারুক জোয়াদ্দার তবুও ৪ টি দোকানের ভিত এর নমুনা কালের স্বাক্ষী হিসাবে দেখা যাচ্ছে। ৫ তারিখ থেকে চাঁদাবাজি দখলবাজী যাবতীয় জনক্ষতিকর কাজে লিপ্ত হয় তার বাহিনী। সে কখনও সাংবাদিকতা করেনা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তবুও গত ১৪ ই ফেব্রুয়ারী তালা প্রেসক্লাব তাবেদার সাংবাদিকদের সহায়তায় নিজেকে সেক্রেটারী ঘোষনা দিয়ে দখল করে । তার বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজীর সংবাদ ধারাবাহিক ভাবে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার ক্ষিপ্ত হয়ে গত ১৬/০৩/২০২৫ তারিখ পাটকেলঘাটা হাইস্কুল মাঠে বিএনপির দলীয় ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহ শেষে দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি খাঁন নাজমুল হুসাইন পাটকেলঘাটা হাইস্কুল গেটের সামনে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় পৌছালে সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার (৪০) খাঁন নাজমুল হুসাইনের নাম ধরে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে প্রতিবাদ করায় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার উচ্চস্বরে বলে সামনে বিএনপির ভোট না থাকলে তোকে হত্যা করে পদ্মা নদীতে মাছ দিয়ে খাইয়ে দিতাম মর্মে হত্যা করার হুমকি দেয়। এ সংক্রান্ত সন্ত্রাসী ফারুক জোয়াদারের হুমকির রেকর্ড ভিডিও ধারন করা হয় এবং পাটকেলঘাটা থানায় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার বিরুদ্ধে খাঁন নাজমুল হুসাইন বাদী হয়ে গত ১৭/০৩/২০২৫ তারিখ তার বিরুদ্ধে আইনগত প্রতিকারের জন্য সাধারণ ডায়েরী করে যার নং-৬৪৮। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন সাধারণ ডায়েরীটি রেকর্ড ভুক্ত করে এস আই মোঃ সাখায়েতুল ইসলাম কে তদন্তভার অর্পন করেন। সাধারণ ডায়েরীতে বাদী উল্লেখ করেন, গত ২০/০২/২০২৫ তারিখ জাতীয় দৈনিক সরেজমিন বার্তা,দৈনিক বাংলার ভোর,দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আ.ক.ম সিরাজ উদ্দীনের ৪ টি পাকা দোকান ঘর ভেঙ্গে নিশ্চিহ্ন করে ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে এবং তার সন্ত্রাসী কার্যকলাপের দখলবাজীর সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার। গত ৫ আগস্ট থেকে একের এক সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তোয়াক্কা না করে সে রয়েছে বহাল তবিয়তে।



















