close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টাকা নিয়েও নবীন বরন হয় নি ববি'র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।..

Md. Ashikul  Islam  avatar   
Md. Ashikul Islam
২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হওয়ার ছয় মাস পার হলেও নতুন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখনো আয়োজন করা হয়নি।..

 মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হওয়ার ছয় মাস পার হলেও নতুন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখনো আয়োজন করা হয়নি। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ১৩তম ব্যাচের প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী। প্রথা অনুযায়ী, প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিচিত করে দিতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। তবে এবারের ১৩তম ব্যাচের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেছে। প্রথম বর্ষের মাঝামাঝি এসে পৌঁছালেও, আজও হয়নি নবীনদের সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। অথচ, ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ওরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে ফি নেওয়া হয়েছিল। এ বিষয়ে বাংলা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “প্রতি বছর নবীনদের জন্য কেন্দ্রীয় নবীনবরণ আয়োজন করা হয়। ছয় মাস পার হয়ে গেলেও আমাদের ব্যাচের নবীনবরণ হয়নি। যদি অনুষ্ঠান না হয়, তাহলে নেওয়া অর্থের জবাবদিহিতা চাই।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “ সব ফি দিয়েছি, কিন্তু কোনো কেন্দ্রীয় ওরিয়েন্টেশন পাইনি। বিষয়টির তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জবাবদিহিতা চাই।” একই বিভাগের আরেক শিক্ষার্থী চৈতি আক্তার বলেন, “ভর্তির সময় নেয়া ওরিয়েন্টেশনের তিন লাখ টাকারও বেশি অর্থ কোথায় গেল? প্রোগ্রামও নেই, টাকার হিসেব নাই এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা জবাব চাই।” রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ বলেন, “ওরিয়েন্টেশন না হওয়ায় নবীনরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।” বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের আরও অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা সুজন চন্দ্র পল বলেন, “সেন্ট্রাল ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে হয়নি। সামনে কবে হবে, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।” বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, “ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। হবে কি না, সেটা উপাচার্যই বলতে পারবেন।” তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয় নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator