close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

তাড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: মো.সারওয়ার হোসেন লিটন সভাপতি ও সাধারণ সম্পাদক সারোয়ার আলম নির্বাচিত..

KUTUB UDDIN AHMED avatar   
KUTUB UDDIN AHMED
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মো.সারওয়ার হোসেন লিটন সভাপতি ও সাধারণ সম্পাদক সারোয়ার আলম নির্বাচিত।..

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র দ্বি-বার্ষিক সম্মেলন আজ ৩০ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলনস্থল হয়ে ওঠে প্রাণচঞ্চল। তাড়াইল-সাচাইল কাসেমুল উলুম  মাদ্রসা মাঠে আয়োজিত এই সম্মেলনে মো. সাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও সারওয়ার হোসেন মিয়া লিটনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)'কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। উক্ত সম্মেলন শুভ উদ্ভোধন   করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,  জেলা বিএনপির সহ-সভাপতি আবু ওহাব আকন্দ, এড. জাহাঙ্গীর আলম মোল্লা, এড. জালাল মোহাম্মদ গাউস, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দ । সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল ধানের শীষ প্রতীক ধারণ করা এক কর্মীর অভিনব পোশাক। উল্লেখ্য যে ২০১৬ সালে উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙ্গে ২০২১ সালের অক্টোবর মাসের ৪ তারিখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ায় উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্মেলন শেষে তাড়াইল উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি  হিসেবে মো. সারওয়ার হোসেন মিয়া লিটন ও সাধারণ সম্পাদক পদে সারোয়ার আলম নির্বাচিত হন। উপজেলা যুবদল,কৃষক দল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,ওলামাদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁরা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

No comments found


News Card Generator