বৃহস্পতিবার (২৭ মার্চ) এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমের সামনে তামিমের সর্বশেষ অবস্থা তুলে ধরেন। তারা জানান, ‘তামিম এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করছেন এবং কথা বলছেন। আজ সকালে মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং তার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তার অবস্থা আশাব্যঞ্জক।’
বর্তমানে তামিম সিসিইউতে থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, খুব শিগগিরই তাকে কেবিনে স্থানান্তর করা হবে। চিকিৎসকদের একজন বলেন, ‘আজই তাকে কেবিনে নেওয়া হবে এবং সেখানে আরও একদিন পর্যবেক্ষণে রাখার পর বাসায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।’
শারীরিক সুস্থতার পাশাপাশি তামিমের মানসিক অবস্থার দিকেও নজর দিচ্ছেন চিকিৎসকরা। তার দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে, যিনি তাকে মানসিকভাবে সহযোগিতা করবেন এবং সুস্থতার পর কীভাবে জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে, সে বিষয়ে পরামর্শ দেবেন।
তামিমের সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার, সতীর্থ ক্রিকেটার ও ভক্তরা। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা ও দোয়া জানাচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের মতে, তামিম এখন বিপদমুক্ত, তবে আরও কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে, তামিমের অসুস্থতার খবরে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। এমনকি বিসিবির সাবেক পরিচালক আকরাম খানকে কেউ ভুল তথ্য দিয়ে বলেছিলেন যে, তামিম মারা গেছেন। তবে চিকিৎসকদের আশ্বাসে সেই গুজব দূর হয়েছে এবং তামিমের সুস্থ হয়ে ওঠার বিষয়টি এখন নিশ্চিত।
বাংলাদেশের ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এমনটাই প্রত্যাশা করছে তার পরিবার ও ভক্তরা।