close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সুশীল সমাজ মারা গেছে!?

Mynews 24 avatar   
Mynews 24
শুধু বাজার সিন্ডিকেট নয়, বেতাগীর ফেরিঘাট, লঞ্চঘাট, বাসষ্টান্ডের জনভোগান্তিও চরমে। এছাড়াও চুরি ও মাদকে নাজেহাল অবস্থা বেতাগী।কিন্তু সুশীল সমাজের কোনো পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন জেগেছে তারা কি আদৌও ব..

 

 

সুশীল সমাজ হলো এমন এক ধরনের গোষ্ঠী, যারা সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করে। সুশীল সমাজের ব্যক্তিবর্গ স্বতন্ত্র কোন রাজনীতি করে না। কারণ এরা কোন দলের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে না, হোক সরকারি বা বিরোধী কোন দল। সুতরাং সুশীল সমাজ হলো এমন এক ধরনের গোষ্ঠী যারা কোন রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না থেকে সবসময় জনগণের কল্যাণে কাজ করে। সমাজে সৃষ্টি হওয়া সমস্যা সমাধানের পথ বের করে কতৃপক্ষের নজরে নিয়ে আসে। কতৃপক্ষ তাদেরকে মুল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সমাজের সমাধান করে। কিন্তু সম্পৃতি বেতাগীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জনমনে অশান্তি দেখা গেলেও তা সুশীল সমাজের মাঝে প্রভাব পড়েনি। গত কয়েক সপ্তাহ ধরে কাচা বাজার সিন্ডিকেটদের দখলে চলে যায়। ফলে প্রতিনিয়ত দামের উর্ধগতি সৃষ্টি হয়ে সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাহিরে চলে যায়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা বাজার সিন্ডিকেট বিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে ভ্রাম্যমাণ দোকান বসায়। যেখানে বাজার দামের চেয়ে ১০-২০ টাকা কমে বিক্রি করে স্থিতিশীল করতে কাজ করে। গত পহেলা অক্টোবর ছাড়াও ১১ অক্টোবর কর্মসূচি বাস্তবায়ন করে। এর মাঝে ১০ দিন পার হলেও তা সুশীল সমাজের চোখে পড়েনি৷ তাদের চোখে কালো চশমা ছিল নাকি কাঠের চশমা তা নিয়েও উঠেছে প্রশ্ন। নাকি তারা নিজেদের স্বার্থের বাহিরে বের হচ্ছে না। তাদের এমন অবস্থান দেখে মনে হচ্ছে সুশীল সমাজ মারা গেছে। তারা বেচে থাকলে হয়ত এগুলো চোখে পড়ত এবং তারাও বিষয়টি নিয়ে কাজ করত।

 

 

শুধু বাজার সিন্ডিকেট নয়, বেতাগীর ফেরিঘাট, লঞ্চঘাট, বাসষ্টান্ডের জনভোগান্তিও চরমে। এছাড়াও চুরি ও মাদকে নাজেহাল অবস্থা বেতাগী।কিন্তু সুশীল সমাজের কোনো পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন জেগেছে তারা কি আদৌও বেঁচে আছে....!?

Комментариев нет


News Card Generator