তিনি বলেন, রোববার ভোর ৪টায় এমভি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুবোচরে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে তাদের আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।’
উদ্ধার জেলেরা হলেন, রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০), শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮) ও আজিজুল হাওলাদার (২০)। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা থানার বিভিন্ন গ্রামে।
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে উদ্ধার জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়।’
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			