close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সুন্দরবনে কোনরুপ থামছে না হরিণ শিকার। শিকারীদের ফাঁদে পড়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে বহু হরিণ।..

Borhan Kabir avatar   
Borhan Kabir
****

রিপোর্টার: বোরহান করিব: 

হরিণ শিকার বন্ধ হচ্ছে না। শিকারিদের ফাঁদে প্রতিদিন প্রাণ হারাচ্ছে এবং আহত হচ্ছে বহু হরিণ। ফলে জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে ও সুন্দরবনের জীববৈচিত্র্য প্রজনন দিন দিন কমতে শুরু হয়েছে। । চলতি বছর জানুয়ারি থেকে কোস্ট গার্ড ৪৮৫ কেজি মাংসসহ ৮ জন শিকারিকে আটক করেছে। 

হরিণ শিকার আইনগত অপরাধ সত্বেও হরিনের  মাংস, চামড়া ও হাঁড়ের চাহিদার কারনে, স্থানীয় অনেকেই জড়িয়ে পড়েছে এ অবৈধ পেশায়। যা জীববৈচিত্র্য জন্য হুমকি শ্বরুপ। হরিণ শিকার  বন্ধে যৌথ টহল চালাচ্ছে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ। তদরুপ প্রশাসনকে আরো কঠোর নজরদারির দাবি জানিয়েছে সচেতন মহল ও এলাকাবাসী।

Tidak ada komentar yang ditemukan