close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সুন্দরবন থেকে ফাঁদে আটক জীবিত হরিণ উদ্ধার

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

পশ্চিম সুন্দরবন থেকে ফাঁদে আটক জীবিত হরিণ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জর আওতায় শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে শনিবার (২২ মার্চ)দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশ্ববর্তী বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্ধার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকাও জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। একপর্যায়ে দুপুরের দিকে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশী শুরু করে।

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটক একটি বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে উক্ত হরিণকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ছবি- পশ্চিম সুন্দরবনে শিকারীদের পাতা ফাঁদে আটকে থাকা জীবিত হরিণ উদ্ধার।  

Nessun commento trovato