সুনামগঞ্জ-১আসনে আগামী নির্বাচনে অধ্যাপক রফিক চৌধুরী'কে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ..

iftiyaz Sumon avatar   
iftiyaz Sumon
****

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি: 


৩ বারের (সাবেক) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে অধ্যাপক ডা. রফিক চৌধুরী'কে সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ধর্মপাশা উপজেলা সহ তিন উপজেলার জনগণ। 

২২৪-সুনামগঞ্জ-১(ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের আগামী নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। কে হবেন ধানের শীর্ষের প্রার্থী?এ প্রশ্ন এখন শহর থেকে গ্রামাঞ্চলে। আলোচনার ঝড় উঠেছে চায়ের স্টল থেকে আড্ডাস্থল গুলোতে। কেউবা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন,কেউবা মাঠ দখলে চালাচ্ছেন গণসংযোগ। বিভিন্ন সুত্রে জানাযায়,ডা. রফিক চৌধুরী জনগণের ভালবাসায় আবারও নির্বাচনে আসবেন, এই জন্য তিনি ৪টি উপজেলার বিভিন্ন স্থানে নেতা কর্মী ও সাধারণ ভোটারদের সাথে গণ সংযোগ করেন।

তিনি গেল ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রাথীদের মধ্যে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ভোট এবং সিলেট বিভাগে ২য় ভোট গেয়েছিলেন। ২০১৮ সালের নিবাচনের পর ফ্যেসিষ্ট সরকারের অধীনে আর কোন নিবাচনে অংশ নেন নাই বলে জানান তিনি । তারেই পরিপ্রক্ষিতে (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) উপজেলার সাধারণ মানুষের ভালবাসায় আবারও নির্বাচনে আসবেন বলে জানান একাধিক মাধ্যমে। তৃণমূলের দাবী ডা. রফিক চৌধুরী আবারও নির্বাচন করবেন। তিনি তুলে ধরেন তার রাজনৈতিক,পারিবারিক ও সামাজিক কার্যক্রমের নানা চিত্র। তিনি জানান ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপি আসেন রাজনীতির আঙ্গিনায়। বিভিন্ন সময় রাখেন গুরুত্বপূর্ ভূমিকা। এজন্য রাজনীতি জিবনেই হয়ে উঠেন প্রশংসনীয়। তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন পদে ছিলেন। নিরলস পরিশ্রম আর নিজের সততায় গড়ে উঠে তাঁর সুসংগঠিত ক্যারিয়ার।উল্লেখযোগ্য রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন। এজন্য তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের মধ্যে হয়ে উঠেন প্রিয় মানুষ।

তিনি সহজসরল ও সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের এই প্রার্থী অধ্যাপক ডা. রফিক চৌধুরী বলেন,আমি দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বিগত কয়েক বছর ধরে এই আসনের দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতিতে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ, প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ বিতরণ, নগদ অর্থ বিতরণ সহ, কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছি। তিনি আরও বলেন,আমি এমপি নির্বাচিত হলে শিক্ষা-সাংস্কৃতি-ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমসহ এলাকার ব্যাপক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।(ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) উপজেলাকে মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

לא נמצאו הערות