আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম” এবং ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুলাই ) সকালে সুনামগঞ্জ জগৎ জ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এই সভার আয়োজন করে ‘কনশাস কনজিউমার্স সোসাইটি’ (সিসিএস) সুনামগঞ্জ জেলা শাখা। ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন - সিসিএস সুনামগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর শাহিনা চৌধুরী রুবি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সমন্বয়কারী ( সিসিএস) জাহিদ হাসান চৌধুরী,নুরুল হক, আব্দুস সামাদ আফিন্দী, এম এ বারী সিদ্দিকী, শাহাবুদ্দিন সিহাব, রেদোয়ানুল ইসলাম,আবুল হাসান,নুরুল হক,নিজাম উদ্দিন, তোফাজ্জল ইসলাম, মেহেদী হাসান, ফারুক আহমদ, ফারুক আহমদ, হাফিজ বিলাল হোসেন প্রমূখ।সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত না হলে বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বাজারে পণ্যদ্রব্যের মান, মূল্য ও নিরাপত্তা বিষয়ে প্রতিটি ভোক্তার সচেতন থাকা প্রয়োজন।আলোচনায় আরও উঠে আসে— খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মূল্য না লেখা, এবং অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়ম রোধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের সচেতনতাও জরুরি।
সিসিএস সুনামগঞ্জ জেলা শাখা জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের সভা, প্রশিক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হবে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan