সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে গুতেরেস এই মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ফোনালাপে গুতেরেস অধ্যাপক ইউনূসকে বলেন, "আমি আমার গভীর সমবেদনা জানাতে ফোন করেছি। আমি বিধ্বস্ত।" তিনি নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা পৌঁছে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।
জবাবে অধ্যাপক ইউনূস জানান, এতগুলো মূল্যবান প্রাণহানিতে তিনিও গভীরভাবে শোকাহত। তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা কামনা করেন: প্রথমত, আহত সৈন্যদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত নিরাপদ ও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া; এবং দ্বিতীয়ত, নিহত সৈন্যদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আনার ব্যবস্থা করা।
জাতিসংঘ মহাসচিব প্রফেসর ইউনূসকে আশ্বস্ত করেন যে, আহত শান্তিরক্ষীদের ইতিমধ্যেই সুদানের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুতেরেসের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপে উভয় নেতা গত রমজানে মহাসচিবের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন।



















