সুবর্ণচরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপি আগামী ১০ মে নোয়াখালীতে আগমন উপলক্ষে সুবর্ণচরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সুবর্ণচর উপজেলার রাজদরবার হল রুমে সুবর্ণচর উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজি,
তাছাড়া উক্ত প্রস্তুতি সভায় সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ আজিজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাষ্টার মাহফুজুল হক, সাবেক সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক , সাবেক সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন , আলমগীর চৌধুরী, সহ অনেকে।
উক্ত প্রস্তুতি সভার মাধ্যমে আগামী ১০ মে নোয়াখালী জেলাতে আয়োজিত সমাবেশে সুবর্ণচর৷ থেকে সর্বোচ্চ জনসমাগম করার বিষয়ে আলোচনা করা হয়।



















