close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সত্যায়িত নামক হয়রানী বন্ধ করুন

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম
সরকারী ও বেসরকারী চাকরীর আবেদনের সময় ছবি ও অন্যান্য কাগজপত্রের ফটোকপিগুলোতে প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে চাওয়া হয় । যদিও মৌখিক পরীক্ষার সময় মূলকাগজপত্রাদী দেখাতে হয় । আমি সেরকম এক চাকরীর আবেদন করার জন্য 
বৃহস্পতিবার মাত্র তিনটি ছবি সত্যায়িত করতে উপজেলার তিনজন  কর্মকর্তাকে  না পেয়ে অবশেষে কালীগন্জ  প্রাণী সম্পদ কর্মকর্তাকে তার   অফিসে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করতে শুরু করি কিন্তু প্রায় দুই ঘন্টার বেশী দাড়িয়ে থাকলেও তিনি মিটিং এ থাকায় সত্যায়িত করে নিতে পারিনি  । দু' দিন অপেক্ষার পর রবিবার ৩০মিনিট দাড়িয়ে থেকে সোনার হরিণকে ধরতে সক্ষম হই ।  এটাতো খুবই স্বাভাবিক ব্যাপার তারপরেও নিজেকে ধন্য মনে করি পিয়ন / অফিস সহকারীদের দূর্ব্যবহার শুনতে হয়নি আমাকে । কিন্তু বাস্তবতায় সত্যায়িত করে নেয়াটা যে কতটা কঠিন তা ভূক্তভোগীরাই ভালো জানে ।  আর প্রথম শ্রেণীর কর্মকর্তারা পক্ষে ব্যস্ততার মাঝে সত্যায়িত করে দেয়াটাও কষ্টকরও বটে । তাই   উর্ধতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন সত্যায়িত নামক হয়রানী বন্ধ করুন এবং চাকরী জীবনে প্রবেশের পূর্বেই নিজে নিজে ঘরে বসে প্রথম শ্রেণীর কর্মকর্তার সীল ও স্বাক্ষর জাল করার সুযোগ দিবেন না ।

এ কে এম কায়সারুল আলম
সাংবাদিক,লালমনিরহাট
לא נמצאו הערות