close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে গণশুনানি

Ranajit Barman avatar   
Ranajit Barman
উপকারভোগীদের সাথে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।..

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে গণশুনানি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকারভোগীদের সাথে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৮মে) উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আড়পাঙ্গাশিয়া সাইক্লোন শেল্টার চত্তরে লিডার্সের আয়োজনে এমজে ও অ্যাম্বাসি অব সুইডেনের সহায়তায় সিআরইএ প্রকল্পের আওতায় উক্ত গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে সকল উপকারভোগীর প্রশ্নের উত্তর দেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন। তিনি  ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা সহ অন্যান্য সরকারি সেবা প্রদান ও প্রাপ্তির প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম আব্দুর রউফের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার এস আই কামরুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদ্দার, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য উমা রানী মল্লিক, ইউপি সদস্য মাহতাব উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাব সভাপতি বিল্লাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া প্রমুখ।

ছবি- শ্যামনগরে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা  দেলোয়ার হোসেন।

Hiçbir yorum bulunamadı