close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সরকারি পর্যবেক্ষণে বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম প্রেস সচিব শফিকুল আলম..

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করছে সরকার, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর উপলক্ষে জানান প্রেস সচিব।..

সরকার বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে তাদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'বাইরে থেকে যদি তারা (আওয়ামী লীগ) এমন কোনো কার্যকলাপ করে, যা দেশীয় অস্থিরতা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রেও আমরা নজর রাখছি।' তিনি আরও জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হয়। ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে এই সফর।

নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বডি-ওয়্যার ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 'ভোটকেন্দ্রে বডি-ওয়্যার ক্যামেরা ব্যবহার করে আমরা আরও ভালোভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারব। এতে এআই সম্পৃক্ত করা আছে, যার ফলে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে এসপি কিংবা ওসি মনিটর করতে পারবেন।'

তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সবাই যেন খুবই উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা যেন ৪৭ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেজন্য এই বডি-ওয়্যার ক্যামেরা কেনা হচ্ছে।'

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan