close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সৃজনশীল দক্ষতায় যুগউপযোগী প্রতিষ্ঠান হিসাবে সরফভাটা উচ্চ বিদ্যালয় যুগান্তকারী ভূমিকা রাখবে।..

Nezam Uddin avatar   
Nezam Uddin
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় প্রতিনিধির স্বাগত নেয়া হয়েছে।..

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান  উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহকারী প্রধান শিক্ষক আরিফুল হাসান চৌধুরী এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি কাজী ইরফানুল হক। বিশেষ অতিথি ছিলেন শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি পলিট্যাকনিক ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আবদুস সালাম, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ শওকত হোসাইন, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এম করিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের মজলিসুল মোদাসসিরিন মাওলানা ইছমাইল হোসাইন, গ্রীন মডেল স্কুলের সভাপতি সরোয়ার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সমিতির সভাপতি আবদুল গফুর, সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন, রোটারী বেতাগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ, সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকতার হোসেন, নুরুল আবছার মেম্বার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহবায়ক আদনান রাফি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সচিব খালেদ নেওয়াজ চৌধুরী, শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য নাজিম উদ্দীন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল মান্নান শাহ প্রমুখ। এই সময় বক্তরা বলেন- রাঙ্গুনিয়া  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বাধীনতার জন্ম লগ্ন থেকে শিক্ষার আলোর মশাল হিসাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দেশে বিদেশে মেধার সাক্ষর দিয়ে নিজেদের তুলে ধরেছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সৃজনশীল দক্ষতায় যুগউপযোগী প্রতিষ্ঠান হিসাবে সরফভাটা উচ্চ বিদ্যালয় যুগান্তকারী ভূমিকা রাখবে। উল্লেখ্য উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়বাড়ি এলাকার সন্তান আরিফুল হাসান চৌধুরী বিদ্যালয়টির সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন এবং বিদ্যালয়ের প্রথম আজীবন দাতা সদস্য মরহুম আলহাজ্ব আমিন শরীফ চৌধুরী'র দৌহীত্র ও কর্ণফুলী পেপার মিল উচ্চ বিদ্যালয়ের প্রথিতযশা ইংরেজি শিক্ষক মরহুম হাশেম শরীফ চৌধুরীর সন্তান।

Ingen kommentarer fundet