close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

স্প্যানিশ অধিনায়ককে সপরিবারে হত্যার হুমকি, তারপর যা জানা গেলো..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ব্যাক টু ব্যাক নেশন লিগ জেতার দ্বারপ্রান্তে ছিলো স্পেন৷ তবে পর্তুগালের বিপক্ষে ট্রাইবেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় স্পেনের..

দুই দলের রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোলে ১২০ মিনিট শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে পেনাল্টি কিকে সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক আলভারো মোরাতা। যার ফলে ৫-৩ গোলে হেরে যায় স্পেন। হারের পর এক স্প্যানিশ ভক্ত মোরাতার স্ত্রীকে সপরিবারের হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠান। 

গতকাল ১৯ বছর বয়সী সেই ভক্তকে আটক করে পুলিশ। ভক্তের দাবি, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অথচ এর আগে মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলোকে পাঠানো হুমকির বার্তায় বলা হয়, ‘আমি রাস্তায় তোমার স্বামীকে দেখলেই হত্যা করব, সে কোথায় যায় আমি নজর রাখছি। কেবল তাকে একাই ছাড়ব না, শিশুদেরও (হত্যা করব)। সবাইকে নিজ হাতে হত্যা করব, আশা করি কেউই বাঁচবে না।’

তিনদিন অনুসন্ধানের পর তাকে আটকের বিষয়ে মালাগা পুলিশের চিফ ইন্সপেক্টর আন্দ্রেস রোমান জানান, ‘কখনও কখনও এ ধরনের বিষয় হয়তো এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, তবে আমরা বেআইনি আচরণ ও কর্মকাণ্ড শনাক্ত করছি। এমন ঘটনায় অনেকেই তাদের প্রোফাইল চুরি (হ্যাক) হওয়ার কথা দাবি করে। এখন অ্যালিস ক্যাম্পেলোকে বার্তা পাঠানো প্রোফাইল নিয়েও একই দাবি উঠেছে।’

মালাগা পুলিশের আরেক বিবৃতিতে বলা হয়, ‘বাদীর অভিযোগ ও আটক ব্যক্তির বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে, ১৯ বছরের ওই তরুণ নিজেকে বাঁচানোর লক্ষ্যে তিনি বার্তা পাঠাননি বলে দাবি করেছেন। তবে মোবাইল ফোনের ফরেন্সিক বিশ্লেষণে জানা গেছে, হুমকি প্রদানের ঘটনায় অভিযুক্ত তরুণই জড়িত।’ স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপ’ জানিয়েছে, এই হুমকির ঘটনার পেছনে নেশন্স লিগের ফাইনালে মোরাতার পেনাল্টি মিসের ভূমিকা রয়েছে। 

没有找到评论


News Card Generator