close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৮ হাজার ৬৬৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।..

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
সৌদি আরবে গত এক সপ্তাহে ১৮ হাজার ৬৬৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘ..

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৮ হাজার ৬৬৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ 

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১১ হাজার ৮১৩ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৬৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৬৯ শতাংশ ইউথোপিয়ান, ২৭ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

Ingen kommentarer fundet


News Card Generator