close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সৈয়দপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কয়ানিজপাড়া থেকে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী গ্রেফতার। ..

MD Riyen avatar   
MD Riyen
সৈয়দপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কয়ানিজপাড়া থেকে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী গ্রেফতার। ..

সৈয়দপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কয়ানিজপাড়া থেকে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী গ্রেফতার। 

অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯/০৫/২০২৫ খ্রিঃ পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয়ের দিক-নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী জনাব এ কে এম ওহিদুন্নবী এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ সৈয়দপুর থানা, নীলফামারী এর নেতৃত্বে সৈয়দপুর থানার এসআই/মোঃ মেহেদী হাসান খান মারুফ সঙ্গীয় অফিসার ফোর্স ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সহ অত্র থানা এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সৈয়দপুর থানার কু-খ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফারুক (৪৫), পিতা-সোলেমান, মাতা-লাইলি বেগম, ২। মুক্তা (৩৬), পিতা-মনতাজ, মাতা-রেজিয়া, স্বামী-মোঃ ফারুক, উভয় সাং-হযরত খান লেন, কয়ানিজপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীদ্বয়কে ২৯/০৫/২৫ খ্রিঃ রাত্রী ২৩.০৫ ঘটিকার সময় সৈয়দপুর থানাধীন কয়ানিজপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক ও মুক্তা এর বসতবাড়ীর ভিতরে তাহাদের নিজ শয়ন কক্ষের ভিতর হতে আসামী ফারুক ও নারী পুলিশের সহায়তায় আসামী মুক্তাকে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের হেফাজতে থাকা ১। ২০(বিশ) পিস কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যাহার প্রতিটি পিস ৩০০/-(তিনশত) টাকা হিসেবে মোট (২০X৩০০) = ৬,০০০/- (ছয় হাজার) টাকা, ২। সর্বমোট ৩৮৫ (তিনশত পঁচাশি) পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট।সর্বমোট মূল্য (৩৮৫x২০০) = ৭৭,০০০/- (সাতাত্তর হাজার) টাকা ও নগদ মাদক ক্রয়-বিক্রয়ের সর্বমোট ৬৫,৭৯০/-(পয়ষট্রি হাজার সাতশত নব্বই) টাকা, ৩। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ০১ (এক) টি রেজিঃ বিহীন নেভী ব্লু রংয়ের 135 CC মোটর সাইকেল, যাহার হেড লাইটের নিকট ইংরেজীতে Haojue লেখা আছে; যাহার চেসিস নং-LC6PCJ6 S5H0000264; ইঞ্চিন নং- 157FM1-7A*Y1F0776 ও ৪।০১ (এক) টি SAMSUNG A30s (এন্ড্রয়েড) মোবাইল ফোন যাহার IMEI1:352140110372834, IM EI 2:352140110872832; যাহাতে ০২ (দুই)টি সিম সংযুক্ত। SIM1: 01824448741; SIM2: 01951274381 উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কু-খ্যাত মাদক সম্রাট মোঃ ফারুক এর বিরুদ্ধে সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক এর বিরুদ্ধে সৈয়দপুর থানার ০৩টি ও ঠাকুরগাঁও এর রানীশংকৈল থানায় একটি মামলা পাওয়া যায়। যথাক্রমে ১। সৈয়দপুর থানার এফআইআর নং-১২, তারিখ- ০৬ জুলাই, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। সৈয়দপুর থানার এফআইআর নং-১৭, তারিখ-১৭ ডিসেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। রাণীশংকৈল থানার এফআইআর নং-১৭/৪৭, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০১৮; ধারা- ৩৯৫ পেনাল কোড-১৮৬০ এবং ৪।সৈয়দপুর থানার এফআইআর নং-১১, তারিখ-১৯ জুলাই, ২০০৯; ধারা-৩/৪ ১৮৬৭ সালের জুয়া আইনের মামলা রহিয়াছে। 

সৈয়দপুর থানার মামলা নং-১৮, তাং-৩০/০৫/২০২৫খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/২৯ (ক)/৩৮ রুজু করা হয়।মামলাটির তদন্তভার এসআই/মোঃ আখতারুল করিম এর উপর অর্পন পূর্বক মামলায় আসামীদ্বয়কে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র: জেলা পুলিশ নীলফামারী।

No comments found


News Card Generator