সৈয়দপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কয়ানিজপাড়া থেকে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী গ্রেফতার।
অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯/০৫/২০২৫ খ্রিঃ পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয়ের দিক-নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী জনাব এ কে এম ওহিদুন্নবী এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ সৈয়দপুর থানা, নীলফামারী এর নেতৃত্বে সৈয়দপুর থানার এসআই/মোঃ মেহেদী হাসান খান মারুফ সঙ্গীয় অফিসার ফোর্স ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল সহ অত্র থানা এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সৈয়দপুর থানার কু-খ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ফারুক (৪৫), পিতা-সোলেমান, মাতা-লাইলি বেগম, ২। মুক্তা (৩৬), পিতা-মনতাজ, মাতা-রেজিয়া, স্বামী-মোঃ ফারুক, উভয় সাং-হযরত খান লেন, কয়ানিজপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীদ্বয়কে ২৯/০৫/২৫ খ্রিঃ রাত্রী ২৩.০৫ ঘটিকার সময় সৈয়দপুর থানাধীন কয়ানিজপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক ও মুক্তা এর বসতবাড়ীর ভিতরে তাহাদের নিজ শয়ন কক্ষের ভিতর হতে আসামী ফারুক ও নারী পুলিশের সহায়তায় আসামী মুক্তাকে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের হেফাজতে থাকা ১। ২০(বিশ) পিস কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যাহার প্রতিটি পিস ৩০০/-(তিনশত) টাকা হিসেবে মোট (২০X৩০০) = ৬,০০০/- (ছয় হাজার) টাকা, ২। সর্বমোট ৩৮৫ (তিনশত পঁচাশি) পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট।সর্বমোট মূল্য (৩৮৫x২০০) = ৭৭,০০০/- (সাতাত্তর হাজার) টাকা ও নগদ মাদক ক্রয়-বিক্রয়ের সর্বমোট ৬৫,৭৯০/-(পয়ষট্রি হাজার সাতশত নব্বই) টাকা, ৩। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ০১ (এক) টি রেজিঃ বিহীন নেভী ব্লু রংয়ের 135 CC মোটর সাইকেল, যাহার হেড লাইটের নিকট ইংরেজীতে Haojue লেখা আছে; যাহার চেসিস নং-LC6PCJ6 S5H0000264; ইঞ্চিন নং- 157FM1-7A*Y1F0776 ও ৪।০১ (এক) টি SAMSUNG A30s (এন্ড্রয়েড) মোবাইল ফোন যাহার IMEI1:352140110372834, IM EI 2:352140110872832; যাহাতে ০২ (দুই)টি সিম সংযুক্ত। SIM1: 01824448741; SIM2: 01951274381 উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কু-খ্যাত মাদক সম্রাট মোঃ ফারুক এর বিরুদ্ধে সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক এর বিরুদ্ধে সৈয়দপুর থানার ০৩টি ও ঠাকুরগাঁও এর রানীশংকৈল থানায় একটি মামলা পাওয়া যায়। যথাক্রমে ১। সৈয়দপুর থানার এফআইআর নং-১২, তারিখ- ০৬ জুলাই, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। সৈয়দপুর থানার এফআইআর নং-১৭, তারিখ-১৭ ডিসেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। রাণীশংকৈল থানার এফআইআর নং-১৭/৪৭, তারিখ- ১৫ ফেব্রুয়ারি, ২০১৮; ধারা- ৩৯৫ পেনাল কোড-১৮৬০ এবং ৪।সৈয়দপুর থানার এফআইআর নং-১১, তারিখ-১৯ জুলাই, ২০০৯; ধারা-৩/৪ ১৮৬৭ সালের জুয়া আইনের মামলা রহিয়াছে।
সৈয়দপুর থানার মামলা নং-১৮, তাং-৩০/০৫/২০২৫খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/২৯ (ক)/৩৮ রুজু করা হয়।মামলাটির তদন্তভার এসআই/মোঃ আখতারুল করিম এর উপর অর্পন পূর্বক মামলায় আসামীদ্বয়কে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র: জেলা পুলিশ নীলফামারী।