সোহরাওয়ার্দী উদ্যানে আজহারি ও আহমাদুল্লাহ

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন ।..

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান তারা। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহর নামাজ আদায় করেন তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে আসেন।

এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। তারা ছোট বড় মিছিল নিয়ে আসছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

 

গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেছে  ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। গাজার নিরস্ত্র মানুষের প্রতি সংহতি জানাতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

Walang nakitang komento