close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নাকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের (ছোট সাজ্জাদ) স্ত্রী তামান্না শারমিনকে ৫ মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত। সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস..

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া ৫ হত্যা মামলায় তামান্না শারমিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১০ মে রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী ও বাকলিয়া এক্সসেস রোড এলাকায় ডাবল মার্ডারের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তামান্না শারমিনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেসেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভট কারে গুলি করে বখতিয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামে দুজনকে খুন করা হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার স্ত্রী তামান্নাসহ ৭ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা করেন মানিকের মা ফিরোজা বেগম।

মামলায় তিনি অভিযোগ করেন সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় দুজনকে খুন করা হয়। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তার স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়।

Md Mamun uddin
Md Mamun uddin پہلے 3 مہینے
তার মামলা শেষ হবে কবে😀😀
0 0 جواب دیں۔
Md Mamun uddin
Md Mamun uddin پہلے 3 مہینے
তার মামলা শেষ হবে কবে😀😀
0 0 جواب دیں۔
مزید دکھائیں