গত দুই বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো 'ঈদের হাসি—সিজন ৩'। এ বছর এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ৭টি শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা-কাপড় এবং ১১টি পরিবারকে ঈদ উপলক্ষে ৭ দিনের বাজার (চাল, ডাল, তেল, সেমাই, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, দুধ, বেশ কয়েকটি ধরণের মশলার প্যাকেট ইত্যাদি) উপহার দেওয়া হয়েছে। এবারের প্রোগ্রামটির আয়োজনে সংস্করণ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব যৌথভাবে অংশগ্রহণ করেছে।
আমাদের আশেপাশে অনেক ছোট বাচ্চাদের দেখা যায়, যারা রাস্তার মাঝে ঘোরাঘুরি করে ফুল বা বেলুন বিক্রি করে। যাদের এই বয়সে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা ছিল, দেশ তথা সমাজ উন্নয়নে নিজেদের তৈরি করার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা কোন রকমে দিন পার করছে। সেসব শিশুদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে তাদের পছন্দমতো জামা-কাপড় দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের জন্য ঈদ বাজারের ব্যবস্থা করা হয়েছে। এই শিশুরা ঢাকা শহরের মিরপুর-২ এলাকার একটি বসতিতে বাস করে; একটি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং তাদের পিতা কেউ দিনমজুর অথবা মারা গেছেন অথবা অসুস্থ। একজন বাচ্চাকে তার পরিবারে আর্থিক দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা বন্ধ করতে হয়েছে । বর্তমানে মিরপুর-২ পুলিশ স্টেশনের কাছের একটি চায়ের দোকানে কাজ করছেন ।
এছাড়াও, সংস্করণ ফাউন্ডেশন ভবিষ্যতে এসব পরিবারের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা করেছে, যাতে তারা (বাচ্চারা) পড়াশোনা ভালোভাবে করতে পারে অথবা পড়াশোনায় ফিরে আসতে পারে।
সংস্করণ ফাউন্ডেশন ও বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব জানান, এই প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র ঈদের আনন্দই পৌঁছে দেওয়া হয়নি, বরং শিশুদের ভবিষ্যতের জন্য একটি সুন্দর দিকনির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে করে বাচ্চা ও তাদের পরিবার একটু হলেও ভরসা পান—স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের পাশে আছে, পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করবে ।