বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, হাসিনা কি আর দেশে ফিরতে পারবে? যদি ফেরে আপনারা তার হাতে হ্যান্ডকাফ পরাবেন। হাসিনা শিশু-কিশোর, ছাত্রসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। মির্জা ফখরুল ভারতের কাছে হাসিনাকে ফেরত চান। কারণ তার বিচার হওয়া উচিত। মির্জা ফখরুলের আশঙ্কা, নির্বাচন যদি দেরিতে হয় তবে হাসিনা চলেও আসতে পারে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।