সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রস্ততি সভা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ শনিবার(১৫ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জুলফিকার সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো: মনিরুজ্জামান ।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরীফুজ্জামান সজীব
আরও উপস্তিত ছিলেন জেলা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ ।
ছবি- শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো: মনিরুজ্জামান ।



















