close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আমির হোসেন সবুজ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সমাজ ও সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।..

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মো. আমির হোসেন সবুজ ‘শেরে বাংলা স্মৃতি পদক ২০২৫’ অর্জন করেছেন। সমাজ ও সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করে শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদ।

তথ্যানুযায়ী, মো. আমির হোসেন সবুজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

২৪ জুন (মঙ্গলবার) ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সভাপতিত্ব করেন পরিষদের মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. আমির হোসেন সবুজের মতো সমাজকর্মীরা দেশ ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই পদক তাঁদের অনুপ্রেরণা জোগাবে এবং অন্যদেরকেও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

উল্লেখ্য, শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদ দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মানিত করে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিরাজগঞ্জের মো. আমির হোসেন সবুজ। এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং শাহজাদপুর তথা পুরো সিরাজগঞ্জবাসীর জন্য এক গৌরবের বিষয়।

Комментариев нет