close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সংবিধান সংস্কারের একমাত্র পথ গণপরিষদ – নাহিদ ইসলাম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সংবিধান সংস্কারের একমাত্র সঠিক পথ গণপরিষদ গঠন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

..

শনিবার (১৫ মার্চ) দুপুরে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে দেশের বর্তমান গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান তিনি।

গণতন্ত্র রক্ষায় প্রয়োজন মৌলিক সংস্কার

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ এখন গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বিষয়ে আলোকপাত করেছেন। সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ অবস্থান থেকে সারসংক্ষেপ তুলে ধরেছেন।’

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পর বর্তমান সরকার যে প্রেক্ষাপটে গঠিত হয়েছে, সেই পরিস্থিতিতেই সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। ‘আমরা মনে করি, এই সরকারের সময়ের মধ্যেই সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এজন্যই সব রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে, যেন একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।’

সংবিধান টেকসই করতে গণপরিষদের বিকল্প নেই

সংবিধান সংস্কারের বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় পার্লামেন্টে গৃহীত কোনো সিদ্ধান্ত টেকসই হবে না।’

তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও মনে করেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেই ঐকমত্যে আসা উচিত।

সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা নির্বাচনকে সংস্কার প্রক্রিয়ারই অংশ হিসেবে দেখি। যদি সংস্কার না হয়, তাহলে কোনো নির্বাচনই কার্যকর হবে না। সব রাজনৈতিক দলই এটা বুঝতে পেরেছে। এখন মতপার্থক্যটা হলো কোন সংস্কারটা কখন হবে। নির্বাচনের আগে কতটুকু হবে আর পরে কতটুকু হবে—এটাই আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, ‘যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে এই মতপার্থক্যও দূর হবে।’

জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে

বিচার ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি এবং তাদের ধন্যবাদ জানিয়েছি। তারা আমাদের সংস্কার প্রচেষ্টার ব্যাপারে ইতিবাচক।’

 

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে—এই বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন কিংবা সরকারই স্থিতিশীল হবে না। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলো কত দ্রুত জুলাই সনদের মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে পারে এবং গণতান্ত্রিক সংস্কারকে কার্যকর করতে পারে।

No comments found


News Card Generator