মানিকগঞ্জে ঘাসের আড়ালে গাঁজা চাষ করা নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে সেই গাঁজা গাছ উদ্ধারে যৌথভাবে অভিযান চালিয়েছে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঘিওর থানা পুলিশ। অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাঁজা চাষী মন্টু মিয়াকে।
সোমবার সন্ধ্যায় জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের গোয়ালডাঙ্গী এলাকায় এ অভিযানে চালানো হয়।
অভিযানে গাঁজা গাছ উদ্ধার ও চাষীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঘিওর থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালডাঙ্গী এলাকা থেকে দুইটি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে, সোমবার অনুসন্ধানে ঘাসের আড়ালে গাঁজা চাষের বিষয়টি উঠে আসে এবং আই নিউজ বিডিসহ ‘বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।এরই প্রেক্ষিতে পুলিশ তৎপর হয়ে অভিযান চালায়।