সম্মিলিত প্রচেষ্টায় ধলিয়া ঈদগাহে নতুন কাতার সংযুক্তি

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
রকিবুল হাসান খান রাসেল বলেন: আমাদের ধলিয়া ঈদগাহ মাঠের সাথে নতুন করে আরও ৬টি কাতার সংযুক্ত করা সম্ভব হয়েছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ধলিয়া ঈদগাহ মাঠে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন ৬টি কাতার। এ উদ্যোগের ফলে আরও বৃহৎ পরিসরে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের জামাত আদায় করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ধলিয়া ঈদগাহ মাঠটি দীর্ঘদিন ধরেই ভালুকা ও আশপাশের এলাকার মুসল্লিদের জন্য ঈদের নামাজ আদায়ের একটি ঐতিহ্যবাহী স্থান। প্রতিবছর ধর্মপ্রাণ মানুষ এখানে জড়ো হন ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে অংশ নিতে। জায়গার সংকুলান ও বিশৃঙ্খলা এড়াতে সম্প্রতি মাঠের সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।

এই মহতি উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি রকিবুল হাসান খান রাসেল এক প্রতিক্রিয়ায় বলেন: “আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামীনের কাছে লাখ কোটি শুকরিয়া। আমাদের ধলিয়া ঈদগাহ মাঠের সাথে নতুন করে আরও ৬টি কাতার সংযুক্ত করা সম্ভব হয়েছে। এতে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের জন্য আরও বেশি জায়গা নিশ্চিত করা গেল। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতেও সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের মাঝে এ উন্নয়ন কাজ প্রশংসিত হয়েছে। অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী ও জনগণের উপকারে আসবে বলে মন্তব্য করেছেন।

এই সম্প্রসারণ কাজটি স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ, পরিকল্পনা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকেরা।

Ingen kommentarer fundet