স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য মো. আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ইউনাইটেড হাইস্কুল।..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য মো. আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ইউনাইটেড হাইস্কুল। মো. আব্দুর রশিদ গত ২রা এপ্রিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না---রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সরকারি চাকুরীর বয়স পর্যন্ত সুনামের সহিত দপ্তরীর দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েও তার জীবদ্দশায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। মো. আব্দুর রশিদ একজন সদালপী ও মিষ্টভাষী এবং সাদা মনের মানুষ ছিলেন। মরহুমের মৃত্যুতে ডি.বি ইউনাইটেড হাইস্কুলসহ ব্রহ্মরাজপুর তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম শহীদুল ইসলাম, বর্তমান এ্যাডহক কমিটির সভাপতি মো. নুরুল আমিন, আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি সুকুমার সরকার, সদস্য সচিব ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমানি মুকুল, বিদ্যালয়ের সাবেক বিদ্যেুাৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র/ছাত্রীগণ ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য মো. আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

لم يتم العثور على تعليقات