close

লাইক দিন পয়েন্ট জিতুন!

স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যা, উত্তাল লালমনিরহাট

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম

লালমনিরহাটের কালীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার এক হাত ও এক পা মোচড়ানো অবস্থায় পাওয়া গেছে। মুখে গুঁজে দেওয়া হয়েছে বালু ও মাটি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৬ এপ্রিল) রাতে ভুট্টাক্ষেত থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লালমনিরহাট টেকনিক্যাল কলেজ গেট ও নিহত ছাত্রীর বিদ্যালয় গেটসহ ছয়টি স্থানে পৃথক পৃথক মানববন্ধন করে বিচার দাবি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই কিশোরীকে বাড়িতে রেখে পাশে অসুস্থ মাকে (কিশোরীর নানি) দেখতে যান তার মা। রাতে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাদের বাড়ির পাশে ভুট্টাক্ষেত থেকে স্থানীয় যুবক বেলাল হোসেনসহ ৪-৫ জনকে পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় কিশোরীর মায়ের। পরে সেই ভুট্টা ক্ষেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোরীর দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। তার একটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেওয়া হয়েছে বালু ও মাটি। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী।

এ ঘটনায় বুধবার রাতেই বেলাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪-৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন কিশোরীর বাবা। এ মামলায় রাতেই বেলাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের ধারণা, ধর্ষণ নয়; গ্রেফতার বেলালের ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর ভাইয়ের দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে। বেলালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতার ও হত্যার রহস্য উৎঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে গ্রেফতার বেলাল হোসেনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া এ ঘটনার বিচার দাবিতে জেলা শহরসহ পৃথক ছয়টি স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্কুলের সহপাঠী, শিক্ষক, এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বেলাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে নিহতের ভাইয়ের সঙ্গে গ্রেফতার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে একটি খবর পাওয়া গেছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এটি হতে পারে বলেও ধারণা করে তদন্ত করা হচ্ছে।

Geen reacties gevonden


News Card Generator